হজ্জ সম্পর্কিত প্রশ্নোত্তর

 

হজ্জ সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব -২

 

হজ্জ শেষে কেউ কেউ বেশী বেশী উমরা করে। এর বিধান কি?

উঃ- হজ্জ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম নিজ মাতা-পিতা ও আপনজনদের জন্য কোন উমরা করেননি। অতএব নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণই আমাদের কর্তব্য।

 

 

হারাম শরীফের সামনে কবুতরগুলোকে খাবার দেয়ার বিশেষ কোন সওয়াব আছে কি?

উঃ- এ বিষয়ের কোন ফযীলত হাদীসে নেই।

 

 

উমরা করার পর তামাত্তু হাজীরা মদীনায় গিয়ে পুনরায় মক্কায় ফেরার পথে স্বাভাবিক পোশাকে নাকি ইহরাম বেঁধে আসবে?

উঃ- উমরা অথবা হজ্জ করার নিয়তে ইহরাম বেঁধেই মক্কায় প্রবেশ করতে হবে।

 

 

 ১০ যিলহজ্জ তারিখে হজ্জের চারটি কার্যক্রমে তারতীব বা ধারাবাহিকতা ঠিক রাখার হুকুম কি?

উঃ- হানাফী মাযহাবে ওয়াজিব। অন্যান্য উলামাদের মতে ভুলক্রমে তারতীব ছুটে গেলে হজ্জ শুদ্ধ হয়ে যাবে।

 

 

ট্রাফিকজ্যাম, প্রচণ্ড ভীড় বা অন্য যে কোন জটিলতার কারণে ফজরের পূর্বে মুযদালিফায় পৌঁছতে না পারলে কী করব?

উঃ- পথেই মাগরিব এশা পড়ে ফেলবেন। যুক্তিসঙ্গত কারণ থাকায় এ অনিচ্ছাকৃতি ত্রুটির জন্য কোন প্রকার দম দেয়া লাগবে না।

 

 

কী কী কারণে হজ্জ ভঙ্গ হয়ে যায়?

উঃ (ক) হজ্জের কোন রুক্‌ন ছুটে গেলে।

(খ) স্ত্রী সহবাস করলে।

 

 

 হজ্জ পালনে অজানা ও অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য কি একটা ‘দম’ দিয়ে দিলে ভাল হয়?

উঃ না। এ ধরনের দম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবায়ে কেরাম দেননি।

 

 

হাজীরা কি হজ্জ পালন অবস্থায় ঈদের নামায পড়বে?

উঃ- না, পড়বে না।

 

 

তথ্য সূত্রঃ Preaching Authentic Islam In Bangla.

হজ্জ ও উমরাহ্‌ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  https://haramainbd.com/blog/