দ্বিতীয় বার উমরাহ্‌ করতে নির্ধারিত ফি বাতিল করলো সৌদি আরব

দ্বিতীয়বারের মত উমরাহ্‌ করতে কোনো ফি লাগবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের সরকার। সৌদি আরবের হজ্জ  ও উমরাহ্‌ মন্ত্রী ডা.  মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান বলেছেন, সরকার দ্বিতীয় বার উমরাহ্‌ এর জন্য নির্ধারিত ফি বাতিল করে দিয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি সরকারী বিভাগ পুনর্গঠন করা হয়েছে। উমরাহ্‌ এর ভিসা, ফি হজ্জ  ও উমরাহ্‌ পরিষেবা বিভাগগুলি পুনর্গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন,হজ্জ  ও উমরাহ্‌ বিষয়ে নতুন সিদ্ধান্তটি ‘ভিশন ২০৩০’ লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে সৌদি আরবের সরকার। এ সিন্ধান্তের আওতায়  ‘ভিশন ২০৩০’ এর লক্ষ্যমাত্রায় উমরাহ্‌ ও হজ্জ যাত্রী বাৎসরিক ৩০০ কোটিতে পৌঁছানোর উদ্দেশ্য সৌদি আরবের।

হজ্জ  ও উমরাহ্‌ মন্ত্রী ডা.  মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান আরো বলেন, হজ্জ  ও উমরাহ্‌ এর জন্য উন্নত সুযোগ-সুবিধা দিতে সৌদি আরবের সরকার ও হারামাইন শরিফাইনের খাদেম সৌদি আরবের বাদশা শাহ সালমান বিন আবদুল আজিজ আল্লাহর মেহমানদের সম্মানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, উমরাহ্‌ ও হজ্জ  করতে সৌদি আরবের সরকারকে নির্দিষ্ট পরিমাণের ফি দিতে হয়। কেউ যদি প্রথম উমরাহ্‌ করতে আসে তার ফি আদায় করতে হলেও দ্বিতীয়বার কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছে সৌদি আরবের সরকার। তবে উমরাহ্‌ পালনকালে মক্কায় অবস্থানের সময় থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট ইত্যাদি খরচাদি নিজেদেরকেই বহন করতে হবে। এমনকি উমরাহ্‌ ভিসায় সমগ্র সৌদি আরব ভ্রমণও করা যাবে বলে জানায় সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশন।


সূত্র: আওয়ার ইসলাম